News Details

img

সুন্দরবন জেলা পুলিশ "Crime Against Children" অপরাধের জন্য এক অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্

21/03/2023

Sundarban Police District, West Bengal Police ensures 20 years imprisonment for the accused on Crime Against Children. On 18th Febuary 2019, a complaint was registered at Dholahat Police Station that a minor girl was sexually abused. One team formed under leadership of SI Subhendu Ch. Das immediately swung into action and arrested the accused Raju Hossain Purkait. After meticulous investigation, a charge sheet was submitted by the I.O. within the stipulated period. Ld. ADJ 1st Court under Spl POCSO Act Kakdwip, South 24 Parganas passed the verdict on 16th march 2023. The accused Raju Hossain Purkait was punished and sentenced to rigorous imprisonment for 20 years with a fine RS- 50000/- if failed to pay, imprisonment of 6 months more. The court also directed to pay 3 lakh rupees compensation to the Victim Girl. Photo of SI Subhendu Ch. Das and accused. সুন্দরবন জেলা পুলিশ "Crime Against Children" অপরাধের জন্য এক অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ডের শাস্তি সুনিশ্চিত করেছে। ২০১৯ সালে ১৮ই ফেব্রুয়ারী, ঢোলাহাট থানায় একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল যে একটি নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছিল। সাব-ইন্সপেক্টর শুভেন্দু চন্দ দাসের অধীনে একটি দল অবিলম্বে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত রাজু হোসেন পুরকাইত কে গ্রেপ্তার করে। সূক্ষ্ম তদন্তের পরে, আইও নির্ধারিত সময়ের মধ্যে একটি চার্জশিট জমা দেয়। গত ১৬.০৩.২০২৩ তারিখে মহামান্য অতিরিক্ত জেলা জজ, ১ম আদালত, কাকদ্বীপ, অভিযুক্ত রাজু হোসেন পুরকাইত কে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে এবং ৫০০০০/- টাকা জরিমানা করে। জরিমানা দিতে না পারলে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রাজ্য সরকারকেও ০৩ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।