03/06/2023
Sundarban Police District congratulated the meticulous students who have secured rank in the state in secondary and higher secondary examinations. Yesterday (30.05.2023) Shri Koteswara Rao N, IPS, Superintendent of Police, Sundarban Police District, at SP Office, handed over some study materials to the meritorious students from different police stations of the district and felicitated them. সুন্দরবন জেলা পুলিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। গতকাল (30.05.2023) শ্রী কোটেশ্বর রাও এন, আইপিএস, পুলিশ সুপার, সুন্দরবন পুলিশ জেলা, এসপি অফিসে, জেলার বিভিন্ন থানা থেকে মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে কিছু অধ্যয়ন সামগ্রী তুলে দেন এবং তাদের সংবর্ধনা দেন।