News Details

img

Rescued lives of 8 fishermen

26/07/2023

On 25/07/2023 at about 11.30 hrs a fishing boat namely FB Akashi was sinking off Jammudwip Island. A special team of Frezerganj Coastal PS went for rescue as soon as the incident was reported. Showing indomitable courage and heroism they rescued a total of 08 fisherman and the Boat with fishermen were towed to the harbour and handed over to the owner namely Biswajit Das. গত ২৫/০৭/২০২৩ তারিখে প্রায় ১১.৩০ টায় এফবি আকাশি নামের একটি মাছ ধরার নৌকা জম্মুদ্বীপ দ্বীপের কাছে ডুবতে শুরু করে। ঘটনার খবর পেয়েই সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার একটি বিশেষ দল অদম্য সাহসিকতা ও বীরত্ব দেখিয়ে তারা ডুবন্ত নৌকা থেকে তারা মোট ০৮ জন জেলেকে উদ্ধার করে এবং জেলেদের নিয়ে নৌকাটি বন্দরে নিয়ে বিশ্বজিৎ দাস নামে মালিকের কাছে হস্তান্তর করা হয়।