News Details

img

Cyclone "BulBul"

13/11/2019

পূর্ব মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সমুদ্রে নিম্নচাপ হওয়ার কারণে মৎস্যজীবীদের ৮ ই নভেম্বর থেকে উত্তর বঙ্গোপসাগর ও ওড়িশা -পশ্চিমবঙ্গ উপকূল বরাবর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে | যে সকল মৎসজীবী গভীর সমুদ্রে আছেন, তাদের ৭ ই নভেম্বর সন্ধ্যার মধ্যে উপকূলে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে |