06/03/2020
গত রাত্রে 05/03/20 তারিখে গোপন সূত্রে খবর পেয়ে পাথর প্রতিমা থানার অফিসার এবং ফোর্স গন ঐ থানার অন্তর্গত রামগঙ্গা এলাকায় হানা দিয়ে একটি সন্দেহ জনক টাটা সাফারি গাড়িকে থামতে বললে পুলিশের গার্ড রেল ছিটকে দিয়ে পালানোর চেষ্টা করে, ধাওয়া করে পরে ঐ গাড়ি সহ মোট তিন জন ব্যাক্তি কে গ্রেফতার করেন। উক্ত দুষ্কৃতী রা জয়নগর এবং বারুইপুরের বাসিন্দা বলে জানা যায়। তল্লাসী করা কালীন একটি কার্তুজ সহ দেশী এককাট্টা বন্দুক, একটি ধারালো ছোরা, লোহার রড ও অন্যান্য সামগ্রী ধৃতব্যক্তিদের হেপাজৎ থেকে উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা নয়-দশ জন ঐ স্থানে জড়ো হয়েছিল ও তৈরী হচ্ছিল নিকটবর্তী চাল গোডাউনে ডাকাতির উদ্দেশ্যে। বাকিরা পালিয়ে যায়, পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে বাকিদের গ্রেফতারের জন্য। এই ঘঠনার পরিপ্রেক্ষিতে পাথর প্রতিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত ব্যক্তিদের আজ আদালতে পেশ করা হবে ও পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে ।।